December 23, 2024

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • পাঁচ দিনব্যাপী বহুমুখী পাটপণ্যের মেলা ও প্রদর্শনী ১৭ ডিসেম্বর ২০২৪ পুরস্কার বিতরণীর মাধ্যমে সমাপ্ত হয়েছে।

পাঁচ দিনব্যাপী বহুমুখী পাটপণ্যের মেলা ও প্রদর্শনী ১৭ ডিসেম্বর ২০২৪ পুরস্কার বিতরণীর মাধ্যমে সমাপ্ত হয়েছে।

Image

মঙ্গলবার (১৭ ডিসেম্বর,২০২৪) রাজধানীর ফার্মগেটে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে বহুমুখী পাটপণ্যের মেলা ও প্রদর্শনীর সমাপনী ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট বিভাগের অতিরিক্ত সচিব তসলিমা কানিজ নাহিদা এবং উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেডিপিসির নির্বাহী পরিচালক জিনাত আরা |

প্রধান অতিথি তসলিমা কানিজ নাহিদা বলেন, “পাটপণ্য আমাদের দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ। বিশ্ববাজারে পাটজাত পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। উদ্যোক্তাদের উন্নতির জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা, বিশেষ করে লোন পাওয়ার ক্ষেত্রে দাপ্তরিক সহায়তা প্রদান করা হবে।”

এবারের মেলায় নতুন এক আকর্ষণ হিসাবে জেডিপিসি ও এইচ এন্ড এইচ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছিল পাট বিষয়ের উপর ফটোগ্রাফি ও রচনা প্রতিযোগিতা | গতমাস ৪ঠা নভেম্বর ২০২৪ এ এই প্রতিযোগিতার ঘোষণা দেয়া হয় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে | গত ১২ই ডিসেম্বর ২০২৪ মাননীয় বস্ত্র ও পাট এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ম্যাগাজিন “ সোনালী আঁশের আলেখ্য ২০২৪” এর প্রচ্ছদ উন্মোচন করেন | তারই ধারাবাহিকতায় সমাপনী প্রোগ্রামে ম্যাগাজিনটির প্রকাশনা সবার মাঝে মোড়ক উন্মোচন করেন। ২০৭ টি ছবি থেকে তিনটি ছবি বাছাই করে সেরা তিনজন ফটোগ্রাফারকে পুরুস্কার বিতরণ করা হয় এবং বাছাইকৃত রচনা থেকে তিনজনের লেখা ম্যাগাজিনে ছাপানো হয় |

পুরুষ্কার প্রাপ্তদের মধ্যে ফটোগ্রাফি প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন, আল- আমিন লিয়ন, শামছুল হক রিপন, আকলিমা আক্তার শিউলি ও লুৎফুন্নেসা। রচনা প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন, মাহজাবিন জাহান জীম, অনিক মাহমুদ শান্ত ও সানজিদা আফরিন।

এই পুরুষ্কার বিতরণীতে উপস্থিত ছিলেন এইচ এন্ড এইচ ফাউন্ডেশনের ফাউন্ডার এম. সাফাক হোসেন, আইটি বিটস এর সিইও এরিকা আফরিন বুশরা এবং পিএসও ফাউন্ডার মো: সোলায়মান আহমেদ জীসান সহ জেডিপিসির কর্মকর্তাবৃন্দ, ভলান্টিয়ার্স, উদ্যোক্তাবৃন্দ। এই আয়োজনের সহযোগী পার্টনার হিসেবে ছিলো পাবলিক স্পিকিং অফিসিয়াল, আইটি বিটস, সিএসডি একাডেমী, ইভেন্ট এক্সপ্রেস, জোহান ওশেন, প্রবাসী পল্লী, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল ।

Scroll to Top