অনলাইন ডেস্কঃ
চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক ফলপ্রসূ ও গঠনমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সপ্তাহে আয়োজিত এ বৈঠকে সামুদ্রিক নিরাপত্তা, বন্দর সুরক্ষা, পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে।
বৈঠকে বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ, সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ এবং অনুসন্ধান ও উদ্ধার (Search & Rescue) কার্যক্রমে নৌবাহিনী ও কোস্ট গার্ডের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের নেতৃত্ব ও বহুপাক্ষিক সহযোগিতায় দেশের সক্রিয় ভূমিকার প্রশংসা করে ইউরোপীয় ইউনিয়ন।

ইইউ প্রতিনিধি দল বাংলাদেশের সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধিতে CRIMARIO (Critical Maritime Routes Indian Ocean) কর্মসূচির মাধ্যমে মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস জোরদার এবং Global Port Security Initiative–এর আওতায় বন্দর নিরাপত্তা ও সামুদ্রিক সুরক্ষা শক্তিশালী করার চলমান সহযোগিতার কথা তুলে ধরেন।
আলোচনায় ইউরোপীয় ইউনিয়নকে একটি ক্রমবর্ধমান বৈশ্বিক নিরাপত্তা অংশীদার হিসেবে উল্লেখ করে, ব্লু ইকোনমি, নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে বাংলাদেশ–ইইউ সহযোগিতা আরও গভীর করার সুযোগ নিয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।
বৈঠক শেষে জানানো হয়, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্ব একটি কৌশলগত সিদ্ধান্ত—যা আন্তর্জাতিক আইন, পারস্পরিক শ্রদ্ধা ও যৌথ সমৃদ্ধির ভিত্তিতে গড়ে উঠেছে। ভবিষ্যতে এই অংশীদারিত্ব আরও বিস্তৃত ও শক্তিশালী হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।











