August 2, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • নেপাল-বাংলাদেশ সম্পর্ক জোরদারে পার্বত্য চট্টগ্রাম উপদেষ্টার সাথে নেপাল রাষ্ট্রদূতের বৈঠক

নেপাল-বাংলাদেশ সম্পর্ক জোরদারে পার্বত্য চট্টগ্রাম উপদেষ্টার সাথে নেপাল রাষ্ট্রদূতের বৈঠক

Image

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বুধবার (২৩ জুলাই) বিকেলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা মি. সুপ্রদীপ চাকমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠকে দুই পক্ষই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। আলোচনায় বাণিজ্য, সংযোগ, জ্বালানি খাত এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

তারা জলবায়ু পরিবর্তন, পার্বত্য অঞ্চল সংক্রান্ত এজেন্ডা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং তথ্য ও উপাত্ত বিনিময়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এছাড়াও, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কাঠামোর মধ্য দিয়ে পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্ব দেন উভয় পক্ষ।

Scroll to Top