সাফ অনূর্ধ-১৭ নারী চ্যাম্পিয়নশিপে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ। আগের ম্যাচে ভারতের কাছে হেরে রবিবার (২৪ আগস্ট, ২০২৫) নেপালের বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে হারিয়েছে নেপালকে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ।
ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে ২৭ আগস্ট নেপালের বিপক্ষে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ।