তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্টভাবে জানান, সব ধরনের সহিংসতা ও ভয়ভীতি সৃষ্টির অপচেষ্টা সত্ত্বেও জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।
আজ রোববার সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ওসমান হাদি–কে লক্ষ্য করে সাম্প্রতিক হামলার বিষয়ে তিনি বলেন, হামলাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তারে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। তার মতে, এ ধরনের হামলার মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচন প্রক্রিয়াকে দুর্বল করা এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, গণমাধ্যম সব সময়ই গণতন্ত্রের চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে জুলাই আন্দোলনের সময় সেই ধারাবাহিকতায় কিছুটা ব্যত্যয় ঘটেছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, অবাধ তথ্যপ্রবাহ অবশ্যই বস্তুনিষ্ঠ ও নির্ভুল হতে হবে; বিকৃত বা খণ্ডিত তথ্য উপস্থাপন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নতুন উপদেষ্টা আরও বলেন, সরকার একটি শক্তিশালী, দায়িত্বশীল ও গণমুখী গণমাধ্যম দেখতে চায়, যা জনগণের অধিকার রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।











