December 23, 2024

শিরোনাম
  • Home
  • আইন-আদালত
  • নিরপেক্ষ নির্বাচনের জন্য সহযোগিতা করার ক্ষমতা পুলিশের আছে: পুলিশ মহাপরিদর্শক

নিরপেক্ষ নির্বাচনের জন্য সহযোগিতা করার ক্ষমতা পুলিশের আছে: পুলিশ মহাপরিদর্শক

Image

৫ আগস্ট পরবর্তী নতুন করে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। এর সাথে সাথে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পর নির্বাচনের জন্য মাঠ পর্যায়ে পুলিশকে প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর, ২০২৪) দুপুরে পুলিশ সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে পুলিশ মহাপরিদর্শক বলেন, “আমি নিশ্চিতভাবেই বলতে পারি, নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে শতভাগ সহযোগিতা করার ক্ষমতা পুলিশের রয়েছে। পুলিশ সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবে।”

পুলিশ প্রধান বলেন, ‘সারা দেশে পুলিশ সদস্যরা অপরাধ নির্মূলে কাজ করছে। কিছু সাময়িক অসুবিধা হচ্ছে। তবে সেটা ভালো কাজ করেই পুলিশকে জনগণের কাছে সেই আস্থা অর্জন করতে হবে।’

অনুষ্ঠানের শুরুতে আইজিপি বলেন কোন মৃত্যুই কাম্য নই। ছাত্র জনতার এই গণঅভ্যুত্থানে শহীদ সকল পরিবারের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেন তিনি।

Scroll to Top