অনলাইন ডেস্কঃ
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড.এস জয়শঙ্করের সঙ্গে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিউইয়র্কে বৈঠক করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) জানিয়েছে, ‘সোমবার (২৩ সেপ্টেম্বর, ২০২৪) নিউইয়র্কে ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন (ইউএনজিএ)-র ফাঁকে তারা বৈঠক করেন।’
জয়শঙ্কর বৈঠকের পরে তার এক্স হ্যান্ডেলে বলেন, ‘সোমবার (২৩ সেপ্টেম্বর, ২০২৪) সন্ধ্যায় নিউইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে একটি বৈঠক হয়েছে। বৈঠকে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর আলোকপাত করা হয়েছে।’
সূত্রঃ বাসস।