January 29, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে আঞ্চলিক সহযোগিতা জরুরি: মালদ্বীপ হাইকমিশনার

নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে আঞ্চলিক সহযোগিতা জরুরি: মালদ্বীপ হাইকমিশনার

Image

ঢাকায় মালদ্বীপ হাইকমিশন, ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস (UNOPS), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, Aspire to Innovate (a2i) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (BIISS)-এর যৌথ উদ্যোগে ‘১৬ দিনব্যাপী নারী-নির্যাতন প্রতিরোধ কর্মসূচি’ উপলক্ষে এক সেমিনারের আয়োজন করেছে। এ বছরের প্রতিপাদ্য ছিল—“UNiTE to End Digital Violence Against All Women and Girls”.

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রাশীদ দেশের নারীদের বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা মোকাবিলায় মালদ্বীপ সরকারের জাতীয় উদ্যোগগুলো তুলে ধরেন। তিনি জানান, ডিজিটাল প্ল্যাটফর্মে নারী ও কন্যাদের নিরাপত্তা নিশ্চিত করতে মালদ্বীপ শক্তিশালী আইনি কাঠামো প্রণয়ন করছে, সাইবারক্রাইম–সম্পর্কিত আইন আধুনিকায়ন করা হচ্ছে, এবং সরকার নারীর অধিকার ও মর্যাদা রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

সেমিনারে অংশগ্রহণকারীরা আঞ্চলিক সহযোগিতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, এবং সরকার–বেসরকারি ও আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার করার মাধ্যমে নারী ও কন্যাদের বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠান শেষে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও নারী-ক্ষমতায়নবান্ধব ডিজিটাল পরিবেশ গড়ে তোলার যৌথ অঙ্গীকার ব্যক্ত করা হয়। উপস্থিত সবাই আহ্বান জানান—প্রত্যেক নারী ও কন্যার জন্য নিরাপদ ডিজিটাল দিগন্ত গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

Scroll to Top