নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে দেশের ক্রমাবনত আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) জনাব কাজী ছাইয়েদুল আলম বাবুল।
সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি জনাব মামুন মাহমুদ এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব জনাব দীপু ভূইয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি রাজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব এম এ মান্নান।
এছাড়া সমাবেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি ও উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেন।