September 15, 2025

শিরোনাম

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে রাশিয়া ফিল্ম ডে ২০২৫ অনুষ্ঠিত

Image

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) সফলভাবে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত রাশিয়া ফিল্ম ডে ২০২৫। শিক্ষার্থী, শিক্ষক এবং অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক বিশেষ সাংস্কৃতিক আয়োজন।

অনুষ্ঠানে প্রদর্শিত হয় তিনটি প্রভাবশালী চলচ্চিত্র — ফ্রন্টলাইন ডায়রি অব অ্যান আমেরিকান অফিসার, শেপিং অ্যান ইক্যুয়াল অ্যান্ড ইন্ডিভিজিবল সিকিউরিটি আর্কিটেকচার এবং ফ্রম রাশিয়া উইথ হার্ট। চলচ্চিত্রগুলোতে উঠে আসে ঐতিহাসিক প্রেক্ষাপট, সমসাময়িক ভূরাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং সংস্কৃতি ও মানবিক সম্পর্কের অনন্য গল্প।

চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি শিক্ষার্থীরা আলোচনায় অংশ নেন, যেখানে শান্তি, নিরাপত্তা ও পারস্পরিক বোঝাপড়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হয়। প্রাণবন্ত আলোচনা, উষ্ণ পরিবেশ এবং সবার জন্য একসাথে মধ্যাহ্নভোজ ও পপকর্ন আয়োজন দিনটিকে আরও উপভোগ্য করে তোলে।

শতভাগ অংশগ্রহণ, প্রাণবন্ত সংলাপ এবং সাংস্কৃতিক বিনিময়ের মধ্য দিয়ে রাশিয়া ফিল্ম ডে ২০২৫ এনএসইউতে পরিণত হয় এক স্মরণীয় সাফল্যে, যা বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে রুশ চলচ্চিত্রের নতুন দিগন্ত উন্মোচন করেছে।

Scroll to Top