September 10, 2025

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • নগর দারিদ্র্য হ্রাসে বাংলাদেশ-চীন-ইউএনডিপি’র যৌথ উদ্যোগে নতুন প্রকল্প উদ্বোধন

নগর দারিদ্র্য হ্রাসে বাংলাদেশ-চীন-ইউএনডিপি’র যৌথ উদ্যোগে নতুন প্রকল্প উদ্বোধন

Image

বাংলাদেশে নগর দরিদ্র জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে সরকার, চীন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। বুধবার (৩ সেপ্টেম্বর, ২০২৫)) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আয়োজনে ‘লিভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিজ ইন বাংলাদেশ (এলএসইউপিসিবি)’ প্রকল্পের উদ্বোধন করা হয়।

চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সি (সিআইডিসিএ)-এর নেতৃত্বে গ্লোবাল ডেভেলপমেন্ট অ্যান্ড সাউথ-সাউথ কোঅপারেশন ফান্ডের অর্থায়নে পরিচালিত এই কর্মসূচি ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও চাঁদপুরের সুবিধাবঞ্চিত নগর এলাকায় বসবাসরত প্রান্তিক পরিবারের দক্ষতা উন্নয়ন, পুষ্টি সহায়তা এবং ছোট আকারের অবকাঠামো উন্নয়নের মাধ্যমে টেকসই জীবিকায়ন নিশ্চিত করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী। তিনি বলেন, “বাংলাদেশ বিশ্বব্যাপী কার্বন নিঃসরণের ক্ষেত্রে মাত্র ০.৩৫% অবদান রাখলেও সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। এই প্রকল্প নগর দরিদ্রদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তাদের মর্যাদা রক্ষা করবে এবং জলবায়ু সহনশীলতা বাড়াবে।”

চীনা দূতাবাসের বাণিজ্যিক কাউন্সেলর সং ইয়াং অনুষ্ঠানে বলেন, “চীন বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে এবং মানুষের জীবনমান উন্নয়নে অব্যাহতভাবে সহায়তা করবে। ইউএনডিপি ও অন্যান্য অংশীদারদের সঙ্গে একযোগে দারিদ্র্যমুক্ত একটি ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়াই আমাদের লক্ষ্য।”

ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, “নগর দরিদ্রদের সহায়তায় দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই নতুন কর্মসূচি দক্ষিণ-দক্ষিণ সহযোগিতাকে আরও সুসংহত করবে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে অবদান রাখবে।”

অনুষ্ঠানে ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক প্রকল্পের সারসংক্ষেপ তুলে ধরেন এবং প্রকল্প ব্যবস্থাপক যুগেশ প্রাধানাং মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেখানে নারীদের ও শিশুদের বিশেষ চাহিদা বিবেচনায় নিয়ে দক্ষতা প্রশিক্ষণ, পুষ্টি সহায়তা ও আয়ের সুযোগ তৈরির পরিকল্পনা তুলে ধরা হয়।

প্রকল্পটি ইউএনডিপির নগরভিত্তিক কর্মসূচির অংশ হিসেবে ১ লাখ সুবিধাবঞ্চিত নগরবাসীকে সরাসরি সহায়তা করবে এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই নগর প্রশাসন গড়ে তুলতে সরকারি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াবে।

Scroll to Top