দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা চেম্বারগুলোকে তৎপরত হওয়ার আহ্বান জানিয়েছেন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) -এর প্রশাসক মোঃ হাফিজুর রহমান।
রোববার (২০ অক্টোবর, ২০২৪) এফবিসিসিআই -এর সার্বিক সংস্কার ও নির্বাচন বিষয়ে জেলা চেম্বারের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা (অনলাইন) অনুষ্ঠিত হয়। উক্ত সভায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা চেম্বারসমূহকে স্থানীয় বাজার নিয়মিত মনিটরিং করার পরামর্শ দেন এফবিসিসিআই -এর প্রশাসক মোঃ হাফিজুর রহমান।