January 12, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • দেশের বৃহৎ গার্মেন্টস অ্যাকসেসরিজ ও প্যাকেজিং মেলা গ্যাপেক্সপো-২০২৫ ৮-১১ জানুয়ারি বসুন্ধরা আইসিসিবিতে অনুষ্ঠিত হবে

দেশের বৃহৎ গার্মেন্টস অ্যাকসেসরিজ ও প্যাকেজিং মেলা গ্যাপেক্সপো-২০২৫ ৮-১১ জানুয়ারি বসুন্ধরা আইসিসিবিতে অনুষ্ঠিত হবে

Image

আগামী ০৮-১১ জানুয়ারী, ২০২৫ তারিখে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি (আইসিসিবি) এর নবরাত্রি হল # ৪ এবং অন্যান্য আরো হল ও হ্যাঙ্গার/তাবু নিয়ে একত্রে অনুষ্ঠিত হবে গ্যাপেক্সপো-২০২৫ এর ১৪তম আয়োজন। একই সাথে একই সময়ে অনুষ্ঠিত হবে গার্মেন্ট টেকনোলজি বাংলাদেশ-২০২৫। অন্যান্য বছরের ন্যায় এ বছরও ৪টি মূল হল ও হ্যাঙ্গার/তাবু মিলিয়ে একত্রে মোট ১০টি হলে মেলা অনুষ্ঠিত হবে। ২৫০ জন এক্সিবিটর ৯০০টি স্টলে মেলায় অংশগ্রহণ করবেন। যার মধ্যে ১৮টির বেশী দেশের প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। ভারত, জাপান, ভিয়েতনাম, চীন, দঃ কোরিয়া, জার্মানীর অনেক প্রতিষ্ঠানও আছে। মেলার প্রচারণার জন্য বিজিএপিএমইএ এর ২,১০০ প্রতিষ্ঠান, বিজিএমইএ এর ৪০০০ এর বেশী প্রতিষ্ঠান, বিকেএমইএ এর সহস্রাধিক প্রতিষ্ঠান, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া, বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। গ্যাপেক্সপো মেলার কো-অর্গানাইজার মেলার প্রচারনার জন্য পঞ্চাশ হাজারের অধিক প্রতিষ্ঠান/ব্যক্তি পর্যায়ে আমন্ত্রণ করেছেন। তারা আশা করছেন এ বছর মেলায় ৩০-৪০ হাজার বিজনেস দর্শকসহ সর্বমোট দর্শকের সংখ্যা ৮০ হাজারের কাছাকাছি হবে।

এ বছরের মেলায় ০৮ জানুয়ারী ২০২৫ সকাল ১১:০০টায় আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হল # ০৪ এর ২য় তলায় ম্যাজাইনি হলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শেখ বশির উদ্দিন, গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশস্থ কোরিয়ান দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত জনাব পার্ক ইয়ং সিক, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি জনাব আনোয়ার-উল-আলম চৌধুরী, বিকেএমইএ এর সভাপতি জনাব মোহাম্মদ হাতেম, বিটিএমএ এর সভাপতি জনাব শওকত আজিজ রাসেল, কোরিয়া প্যাকেজিং এসোসিয়েশনের চেয়ারম্যান জনাব কিম সাং সুন এবং বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস এর চেয়ারম্যান জনাব আব্দুল হাই সরকার উপস্থিত থাকবেন।

০৯ জানুয়ারী, ২০২৫ তারিখ সকাল ১১:০০টায় নবরাত্রি হল # ০৪ এর ২য় তলায় ম্যাজাইনি হলে বাংলাদেশ এ্যাপারেল ইয়থ লিডার্স এ্যালায়েন্স এর সভাপতি জনাব আববার হোসেন সায়েম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হবে Sustainable approach by BGAPMEA’ শিরোনামে সেমিনার, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিকেএমইএ এর সভাপতি জনাব মোহাম্মদ হাতেম, ট্রিমকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব রোমারিক ডেভিল এবং এইচ এন্ড এম গ্রুপের রিজিওনাল কান্ট্রি ম্যানেজার জনাব জিয়াউর রহমান। একই দিন বিকেল একই স্থানে ৩:০০ টায় বিজিএপিএমইএ এর প্রাক্তন সভাপতি জনাব রাফেজ আলম চৌধুরী এর সঞ্চালনায় অনুষ্ঠিত হবে Sustainable Growth of Garments Accessories & Packaging Sector of Bangladesh’ শিরোনামে সেমিনার, যেখানে বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্ণর ড. আহসান এইচ মনসুর প্রধান অতিথি হিসেবে এবং সিপিডি এর ডিস্টিংগুইস্ট ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। তাছাড়া উক্ত সেমিনারে গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং সেক্টর সম্পর্কে বিশেসজ্ঞগণও উপস্থিত থাকবেন।

১১ জানুয়ারী, ২০২৫ তারিখ বিকেল ৩:০০ টায় অনুষ্ঠিত হবে একই সাথে সমাপনী ও অ্যাওয়ার্ড প্রেজেন্টেশন সিরিমনি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা  অবঃপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল ড. এম. সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে সরকারের অতিরিক্ত সচিব রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান এবং বিজিএমইএ এর প্রশাসক জনাব মো. আনোয়ার হোসেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্কঃ রপ্তানি, বন্ড ও আইটি) জনাব মো. মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউজ এসোসিয়েশনের সভাপতি জনাব মোহাম্মদ পাবেল উপস্থিত থাকবেন। তাছাড়া বিজিএপিএমইএ এর সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম হিসেবে মেলার চারদিন বিনামূল্যে বিরতণ করা হবে বৃক্ষ এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী।

Scroll to Top