আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের ওপর গণভোটকে সামনে রেখে দেশব্যাপী জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দেশজুড়ে চলাচল করছে ভ্রাম্যমাণ ভোটার গাড়ি, যার মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ বার্তা।


সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গত সোমবার (২২ ডিসেম্বর, ২০২৫) থেকে এসব ভোটার গাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলা ও জনসমাগমপূর্ণ এলাকায় প্রচারণা চালাচ্ছে। ভোট গ্রহণের আগ পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


এই প্রচারণার অংশ হিসেবে ভ্রাম্যমাণ গাড়িগুলোতে প্রদর্শন করা হচ্ছে সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত সচেতনতামূলক ভিডিও। পাশাপাশি তুলে ধরা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে তথ্যভিত্তিক উপস্থাপনা ও প্রামাণ্যচিত্র। এছাড়া জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ বার্তাও প্রচার করা হচ্ছে।











