ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক রেড ফোর্ট এলাকায় গাড়ি বিস্ফোরণে অন্তত ১০ জন ভারতীয় নাগরিকের মর্মান্তিক মৃত্যু এবং বহু আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সংঘটিত এ দুঃখজনক ঘটনার পর বাংলাদেশ হাইকমিশনার এবং হাইকমিশনের সকল সদস্যরা এক বিবৃতিতে বলেন, “আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবার ও আহত সকলের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল। তাঁদের জন্য আমাদের প্রার্থনা অব্যাহত থাকবে।”
হাইকমিশন আরও জানায়, এই কঠিন সময়ে ভারত ও ভারতীয় জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি ও সমর্থন অব্যাহত থাকবে।
“এই দুঃসময়ে বাংলাদেশ ভারতের পাশে রয়েছে,”— উল্লেখ করা হয় বিবৃতিতে।
ভারতের রেড ফোর্টের মতো গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের মর্মান্তিক ঘটনা দেশটিতে শোকের ছায়া ফেলেছে। পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে জরুরি উদ্ধার ও তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।











