January 30, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • তোপধ্বনি ও কুচকাওয়াজের মধ্য দিয়ে খুলনায় বিজয় দিবস উদযাপিত

তোপধ্বনি ও কুচকাওয়াজের মধ্য দিয়ে খুলনায় বিজয় দিবস উদযাপিত

Image

মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে খুলনা জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উদযাপন অনুষ্ঠানের শুরুতে তোপধ্বনি, বেলুন, ফেস্টুন ও পায়রা উড়ানোর মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করেন খুলনা বিভাগীয় কমিশনার জনাব মোঃ মোখতার আহমেদ।

অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং একযোগে সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী বাহিনী, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইডসহ স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী এবং বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান ও শিশু-কিশোর সংগঠনের অংশগ্রহণে মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনী শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এবারের বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে নানা কর্মসূচির পাশাপাশি আয়োজন করা হয় বিজয় মেলা। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা) এবং খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ রেজাউল হক, পিপিএম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আ. স. ম. জামশেদ খোন্দকার। এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, সরকারি ও বেসরকারি প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ।

Scroll to Top