তেজগাঁও মডেল হাই স্কুলের মূল গেটের নামফলক উন্মোচন করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক জনাব সাইফুল আলম নীরব। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম মো. হাবিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি প্রকৌশলী মো. মতিউর রহমান। এছাড়া প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. জামাল হোসেনসহ সকল শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম বাহালুল ও আবু জাফর পাটোয়ারী বাবু, তেজগাঁও থানা যুবদলের সাবেক সভাপতি আওলাদ হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সেলিম, তেজগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজনসহ স্থানীয় নেতাকর্মীরা।

উদ্বোধন শেষে এক অভ্যন্তরীণ বৈঠকে জনাব সাইফুল আলম নীরব বিদ্যালয়ের যেকোনো প্রয়োজনে সর্বদা পাশে থাকার আশ্বাস প্রদান করেন।