পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেছেন, পঞ্চগড়ে পর্যটন শিল্পের বিপুল সম্ভাবনা রয়েছে। আর এই পর্যটন শিল্পের এক তৃতীয়াংশ তেঁতুলিয়া উপজেলা ঘিরে। কারণ শীতকালে দেশের মাটিতে দাঁড়িয়ে কাঞ্জনজঙ্ঘা দেখার জন্য পর্যটকদের বিপুল সমাগম ঘটে।

এছাড়া সমতলে চা বাগান, বাংলাবান্ধা জিরোপয়েন্ট, কাজী এন্ড কাজীর আনন্দধারা এবং পুরাতন বাজার তেঁতুলিয়ায় মহানন্দার তীর দাঁড়িয়ে ওপারে ভারতের দৃশ্যপট খুব সন্দুর অবলোকন করে। এছাড়া সবুজশ্যামল প্রকৃতিতে ভরা মনোরম পরিবেশে উঁচু টিলার উপর অবস্থিত তেঁতুলিয়ার প্রাচীন ডাকবাংলো পর্যটকদের মুগ্ধ করে। তাই পর্যটন খাতের উন্নয়নে তেঁতুলিয়া বাসীর দাবির প্রেক্ষিতে একটি সুইমিং পুল নির্মাণ সহ নানামুখী উন্নয়ন কাজের উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন।
সোমবার (১১ আগস্ট, ২০২৫) তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন নিমানাধীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের উপরোক্ত কথা বলেন।

এরআগে তিনি সকাল ১১টায় উপজেলার ৫নং বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। পরে পর্যায়ক্রমে পরিবেশ পদক প্রাপ্ত মাহামুদুল ইসলাম মামুনের আকাশ তলার পাঠাগার, তেঁতুলিয়া শিশুসর্গ বিদ্যালয়, তেঁতুলিয়া মডেল থানা ও উপজেলা পরিষদ, পিকনিক কর্ণার, ডাকবাংলো, বেরং কমপ্লেক্স ও মহানন্দা পার্কের অবকাঠামো উন্নয়নের কাজ পরিদর্শন করেন। এছাড়া ডাহুক নদীর পাথর মহালে অবৈধ ড্রেজার মেশিন বন্ধের জন্য জনসচেতনতা তৈরীর লক্ষ্যে মাঠ পর্যায়ে নদী পরিদর্শন করে শালবাহান কালী তোলায় শ্রমিকদের সাথে পথিমধ্যে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু,উপজেলা ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান।