September 11, 2025

শিরোনাম
  • Home
  • সারাদেশ
  • তেঁতুলিয়ায় পর্যটন শিল্পের উন্নয়নে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় পর্যটন শিল্পের উন্নয়নে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত

Image

পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আগামী শীত মৌসূমে পর্যটন শিল্পের সেবার মানোন্নয়নে প্রস্তুতিমূলক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগষ্ট, ২০২৫) সন্ধ্যা ৭ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু এর সভাপতিত্বে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি শাহাদৎ হোসেন রনজু, যুবদলের আহবায়ক এনাম, ছাত্রদলের সদস্য সচিব  সবুজ, তেঁতুলিয়া উপজেলা বণিক সমিতির সেক্রেটারী   দেলোয়ার হোসেন,  কাঠ ব্যবসায়ী হাসান, জামায়াতে ইসলামী বাংলাদেশ তেঁতুলিয়া শাখার আমির মাও. আব্দুল হাকিম, সাংবাদিকদের মধ্যে আব্দুল বাসেত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবুজ, মটর শ্রমিক নেতা মনজু।

এসময় তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মুসা মিয়া উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ব্যক্তিবর্গের মুক্ত আলোচনা ও পরামর্শে  আগামী শীত মৌসূমে কাঞ্জনজঙ্ঘা দেখতে আসা পর্যটকদের নিরাপত্তা বিধানে হোটেল মোটেল এবং স্থানীয়ভাবে ভ্যানে ট্রাভেল  সেবার মানোন্নয়নে বেশ কিছু নির্দেশনা বাস্তবায়নে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায়  সচেতন নাগরিক, শিক্ষক, গনমাধ্যমকর্মী, আবাসিক হোটেল এন্ড রেস্টুরেন্ট ব্যবসায়ী, অটোরিক্সা/ভ্যান চালক, বাজার বণিক সমিতির সদস্য,  তেঁতুলিয়া মডেল থানা পুলিশ, ট্যুারিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Scroll to Top