দেশের আকাশপথে নিরবচ্ছিন্ন সেবা ও নির্ভরযোগ্যতা বজায় রেখে ইউএস-বাংলা এয়ারলাইন্স আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলো। ২০২৪ সালের জন্য ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার’ পুরষ্কারে ভূষিত হয়েছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশে ট্রাভেল ও ট্যুরিজম খাতে বিশেষ ভূমিকা রাখা পাক্ষিক ম্যাগাজিন দি বাংলাদেশ মনিটর কর্তৃক এ সম্মাননা প্রদান করা হয়।
গত ৫ জুলাই রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেড অব সেলস জনাব শফিকুল ইসলাম রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব মো. ফাহিমুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট গ্রহণ করেন।
এই নিয়ে টানা তৃতীয়বারের মতো দেশের সেরা অভ্যন্তরীণ বিমান সংস্থার স্বীকৃতি অর্জন করলো ইউএস-বাংলা। প্রতিষ্ঠানটির ইন-ফ্লাইট ও এয়ারপোর্ট সেবা, সময়ানুবর্তিতা, উন্নয়নের ধারাবাহিকতা এবং দেশের অভ্যন্তরীণ রুট সম্প্রসারণে অবদানের জন্যই এই স্বীকৃতি দেয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, জুরি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম, শেয়ার ট্রিপের সিইও সাদিয়া হকসহ খাতসংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ।