বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা নিয়ে জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে উত্তরখানে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি উত্তরখান মাজার থেকে শুরু হয়ে হেলাল মার্কেট পর্যন্ত সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

কর্মসূচিতে অংশগ্রহণ করেন উত্তরখান থানা বিএনপির সাবেক সভাপতি আহসান হাবিব মোল্যা, থানা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম বেপারি, যুগ্ম-আহবায়ক মুকুল সরকার, নুরুজ্জামান নুরু, নাসিমুল ইসলাম নাসিম ও মো. সবুজ মিয়া।
এছাড়া উপস্থিত ছিলেন ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক রিপন সরকারসহ উত্তরখান থানা যুবদল, ছাত্রদল, মহিলাদলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।