ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, গাজীপুর-১ (কোনাবাড়ী) থানা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে ভরে ওঠে।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল তার বক্তব্যে বলেন, “মানুষের ভোটের অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ লক্ষ নেতাকর্মী যখন আন্দোলনে ছিলেন, তখন হামলা-মামলা দিয়ে হয়রানি করেও তাদের দমিয়ে রাখা যায়নি। বিএনপির ঐক্যবদ্ধ সংগ্রামেই স্বৈরাচারী সরকারকে উৎখাত করা সম্ভব হয়েছে। তবে প্রশাসনে এখনো কিছু স্বৈরাচারের দালাল রয়ে গেছে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ এখন নির্বাচনের গাড়িতে উঠে পড়েছে। এই নির্বাচন নিয়ে আর কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না। প্রায় ১৭ বছর মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল—এখন জনগণ স্বাধীনভাবে ভোট দিতে চায়। এই অধিকার থেকে জনগণকে কেউ বিরত রাখতে চাইলে জনগণই তার কঠিন জবাব দেবে।”
গাজীপুর-১ আসনের প্রসঙ্গে কাজী ছাইয়েদুল আলম বাবুল জানান, বিএনপি ইতোমধ্যে ২৬৩টি আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছে এবং বাকি ৩৭টি আসনের বিষয়ে জোট ও সহযোগী দলের সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, “গাজীপুর-১ আসনও সেই তালিকায় রয়েছে এবং খুব শিগগিরই চূড়ান্ত ঘোষণা আসবে। দলের দুঃসময়ে আমি নেতাকর্মীদের পাশে থেকেছি, অত্যাচার-নির্যাতন সহ্য করেছি, কখনো পালিয়ে যাইনি। আমি বিশ্বাস করি, এই কর্মযজ্ঞের মূল্যায়ন করে প্রিয় নেতা তারেক রহমান ও নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে মনোনয়ন দেবেন।”

তিনি আত্মবিশ্বাসের সঙ্গে আরও বলেন, “মনোনয়ন পেলে আপনাদের সঙ্গে নিয়ে ধানের শীষকে বিজয় উপহার দিতে সক্ষম হবো। অতীতের মতো বর্তমানেও এবং ভবিষ্যতেও গাজীপুরবাসী আমার পাশে থাকবে—এটাই আমার বিশ্বাস।”
আলোচনা সভা ও র্যালিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি বিএনপির আসন্ন নির্বাচনী প্রস্তুতিকে আরও বেগবান করেছে বলে সংগঠনের নেতারা মন্তব্য করেন।











