বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও অশালীন প্রচারণার প্রতিবাদে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, “বাংলার ঘরে ঘরে যার জনপ্রিয়তা তুঙ্গে, সেই নেতা তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চলছে। রাজনৈতিক নামধারী কিছু কুলাঙ্গার সম্প্রতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি মাটিতে ফেলে অপমান করেছে—যা জাতির গর্ব ও স্বাধীনতার ইতিহাসের প্রতি অবমাননার শামিল।”

তিনি আরও বলেন, “জিয়াউর রহমান হল বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক। শুধু ঘোষণাই নয় তিনি রণাঙ্গনে যুদ্ধ করেও এই দেশের স্বাধীনতায় বিশাল ভূমিকা রেখেছেন। সেই জিয়াউর রহমানের ছবিকে আপনারা অপমান করেছেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এর বিরুদ্ধে আপনারা দীর্ঘদিন যাবত ষড়যন্ত্র করছেন। দীর্ঘদিন যাবত বাংলাদেশের গনত্রন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র মানেই এই দেশের গনত্রন্তের বিরুদ্ধে ষড়যন্ত্র। ভোটের অধিকার থেকে এই দেশের মানুষকে বঞ্চিত করার ষড়যন্ত্র।”

তিনি সতর্ক করে বলেন, “স্বৈরাচার সরকার পালিয়েছে কিন্তু ষড়যন্ত্রকারীরা পালায় নাই। প্রশাসনের মধ্যে এখনো বহু ষড়যন্ত্রকারীরা বসে আছে। আমি পরিষ্কার বলতে চাই প্রশাসনে বসে আপনারা যদি বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রশ্রয় দেন, বিএনপির নেতাকর্মীদের যদি হয়রানি করার চেষ্টা করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা অবিলম্বে মাঠে নামবো।”
সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক জনাব হুমায়ূন কবির খান। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক জনগণ অংশগ্রহণ করেন।