August 2, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও মিটফোর্ড হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও মিটফোর্ড হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

Image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে এবং সম্প্রতি মিটফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সোমবার (১৪ জুলাই, ২০২৫) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে দিবালোকে সংগঠিত নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তারা দেশব্যাপী জননিরাপত্তা ও সাংবিধানিক অধিকার রক্ষার জন্য দলীয়ভাবে আন্দোলন জোরদার করার ঘোষণা দেন।

সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগর বিএনপি উত্তর ও দক্ষিণের সিনিয়র নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Scroll to Top