‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র লক্ষ্যে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত তারুণ্যের মহাসমাবেশ। শনিবার (১০ মে) বিকেল তিনটা থেকে শুরু হওয়া এ সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীর ঢল নামে।


সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে আছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রামের বর্ষীয়ান নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সমাবেশে চমক হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তরুণদের উজ্জীবিত করতে তিনি বলেন, “চট্টগ্রাম স্পোর্টসের শহর। ভবিষ্যতে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টনসহ নানা খেলায় এখান থেকে আরও প্রতিভা উঠে আসবে।”
সমাবেশ সফল করতে কেন্দ্রীয় নির্দেশনায় বিএনপির তিন অঙ্গসংগঠন—ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল—নিয়েছে নানামুখী প্রস্তুতি। থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে হয়েছে একাধিক প্রস্তুতি সভা ও প্রচারণা কার্যক্রম।