August 2, 2025

শিরোনাম
  • Home
  • শিক্ষাঙ্গন
  • ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতের অধ্যাপক ড. মোসেস নাগার সৌজন্য সাক্ষাৎ

ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতের অধ্যাপক ড. মোসেস নাগার সৌজন্য সাক্ষাৎ

Image

ভারতের মেঘালয়ের নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটির (North Eastern Hill University) অধ্যাপক ড. মোসেস নাগা (Prof. Dr. Mosses Naga) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রবিবার (১৩ জুলাই ২০২৫) উপাচার্যের বাসভবনস্থ কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ্-উল-ইসলাম উপস্থিত ছিলেন।

বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ভারতের নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটির মধ্যে শিক্ষা ও গবেষণায় যৌথ সহযোগিতামূলক কার্যক্রম চালু, শিক্ষক-শিক্ষার্থী ও গবেষক বিনিময়ের সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয়পক্ষ এ বিষয়ে শিগগিরই একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছেন।

Scroll to Top