আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী, দলের জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুমের গণসংযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। শনিবার (৮ নভেম্বর) রাজধানীর বাড্ডার সুবাস্তু নজর ভ্যালির সামনে থেকে ধানের শীষের পক্ষে গণসংযোগ শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন— “আজ বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত ঢাকা-১১ গড়ে তুলবো, ইনশাআল্লাহ।”

ড. এম এ কাইয়ুম আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মাধ্যমে আগামী দিনের সংস্কার হলে যে সংবিধান হবে, তাতে জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে। আর কোনো স্বৈরশাসক জনগণের ভোটাধিকার হরণ করতে পারবে না।” তিনি দাবি করেন, দীর্ঘ ১৭ বছর পর ভোটাধিকার ফিরে পেয়ে মানুষ আবারও ধানের শীষের পক্ষেই রাস্তায় নেমেছে।
ঢাকা-১১ আসনের মাটি ও মানুষের নেতা হিসেবে পরিচিত এই বিএনপি প্রার্থী বলেন, “বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোসহ সার্বিক উন্নয়নে আবারও কাজ করতে চাই। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।”

তিনি বলেন, বাড্ডা, ভাটারা, রামপুরা ও হাতিরঝিলের মানুষ অতীতে বিএনপির সময় নাগরিক সেবা পেয়েছে। গ্যাস, পানি, বিদ্যুৎসহ মৌলিক সুবিধা নিশ্চিতে জনগণ আবারও বিএনপির ওপর আস্থা রাখতে চায়।
সমাবেশে বিএনপির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “দীর্ঘ ১৭ বছর পর মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঘোষণা করায় জনগণ উল্লাসে মেতে উঠেছে। বিএনপি শুধু নমিনেশন দিয়েছে—আর তাতেই লাখো মানুষ রাজপথে নেমে এসেছে।”
তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক রাষ্ট্র গঠনে আমরা কাজ করে যাচ্ছি। ঢাকা-১১ আসনে ড. এম এ কাইয়ুমকে বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধ। বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করবো, ইনশাআল্লাহ।”
গণসংযোগের পুরো আয়োজন জুড়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পরিবেশ ছিলো উৎসবমুখর।











