ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিবিএ ১৭তম ও ১৮তম ব্যাচের শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শরিফুল আলম খন্দকারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’র সেলস এন্ড মার্কেটিং বিভাগের পরিচালক রেজওয়ান মারুফ।
বক্তারা নতুন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে এই বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের উপর গুরুত্বারোপ করেন।