বাংলাদেশের পর্যটন শিল্পের সম্ভাবনা ও বিনিয়োগের সুযোগ দেশি-বিদেশি অংশীজনদের সামনে তুলে ধরতে আগামী ১৮ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী দ্বাদশ ‘এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ)-২০২৫’।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর, ২০২৫) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান এটিএফ চেয়ারম্যান মাহবুবুল হেলাল। সংবাদ সম্মেলনে বাংলাদেশ পর্যটন করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
বিশ্ব পর্যটন দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত এই মেলা চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর দুটি হলে। এবারের আসরে সরকারি সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান, বিদেশি দূতাবাস ও কূটনৈতিক মিশনসহ মোট ১৮০টি দেশি-বিদেশি পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নেবে।
মেলার অংশ হিসেবে ‘বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেস’ অনুষ্ঠিত হবে, যেখানে পর্যটন খাতে নতুন প্রকল্প ও বিনিয়োগের সম্ভাবনা প্রদর্শন করা হবে।