বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড-এর আয়োজনে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (ICCB), কুড়িল, ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশের সবচেয়ে বড় মেরিটাইম ও অফশোর শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী “৭ম বিমেক্স ২০২৫”–এর উদ্বোধনী অনুষ্ঠান।
জাহাজ নির্মাণ, জাহাজ পুনর্ব্যবহার, জাহাজ মেরামত, মেরিন ইঞ্জিনিয়ারিং ও অফশোর প্রযুক্তিকে কেন্দ্র করে আয়োজিত এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে দেশি-বিদেশি শীর্ষস্থানীয় মেরিটাইম কোম্পানি, বিনিয়োগকারী, প্রযুক্তিবিদ ও ব্যবসায়ী প্রতিনিধিদল।
প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি জনাব রিয়ার অ্যাডমিরাল মোঃ মুসা, ওএসপি, এনপিপি, আরসিডিএস, এফডব্লিউসি, পিএসসি, পিএইচডি; সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশনস), বাংলাদেশ নৌবাহিনী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়ার অ্যাডমিরাল মোঃ জিয়াউল হক, ওএসপি, এনডিসি, এফডব্লিউসি, পিএসসি; মহাপরিচালক, বাংলাদেশ কোস্ট গার্ড; জনাব মাসুদ আলী খান, সহ-সভাপতি, বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি; জনাব এডগার্স ডজেনিস, পরিচালক, রিগাস ডিজেল ডিজি; ক্যাপ্টেন মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া, এএফএনআই, চেয়ারম্যান, গ্রুপ নটিকা; সাবেক চেয়ারম্যান, দ্য নটিক্যাল ইনস্টিটিউট অব বাংলাদেশ; এবং জনাব মোঃ ফায়জুল আলম, ব্যবস্থাপনা পরিচালক, সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড।
প্রদর্শনীতে শিপবিল্ডিং, শিপ রিসাইক্লিং ও মেরামত প্রযুক্তি, বন্দর ও লজিস্টিকস সেবা, ড্রেজিং ইকুইপমেন্ট এবং সর্বাধুনিক সামুদ্রিক উদ্ভাবন প্রদর্শনের পাশাপাশি আন্তর্জাতিক B2B ও B2G মিটিং, সেমিনার ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বাংলাদেশের এবং আন্তর্জাতিক মেরিটাইম শিল্পের শীর্ষ ব্যক্তিবর্গ অংশ নিচ্ছেন।
এই প্রদর্শনী ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর ২০২৫ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকল দর্শকের জন্য উন্মুক্ত থাকবে।











