রাজধানীর সাইন্সল্যাব বিসিএসআইআর স্কুল ও কলেজে ঢাকা মহানগর আনসার দক্ষিণ জোনের শাহবাগ, লালবাগ, কোতয়ালি, ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকার থানা আনসার কোম্পানি/প্লাটুন সদস্যদের জন্য আয়োজিত ১৪ দিনব্যাপী চলমান মৌলিক প্রশিক্ষণ (১ম ধাপ) এর বিশেষ সেশনে অংশ নেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি। বুধবার (২৭ আগস্ট ২০২৫) অনুষ্ঠিত এ সেশনে তিনি প্রশিক্ষণার্থীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালক মোঃ আসাদুজ্জামান গনী (ঢাকা মহানগর আনসার), পরিচালক মোঃ ফেরদৌস আহমেদ (জোন কমান্ডার, দক্ষিণ জোন, ঢাকা)সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মহাপরিচালক তার বক্তব্যে বলেন, সাংগঠনিক কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এই মৌলিক প্রশিক্ষণ কার্যক্রমকে আধুনিকায়ন করা হয়েছে, যাতে সদস্যরা নিজেদের দক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের মাধ্যমে দেশ ও সমাজে কার্যকর অবদান রাখতে পারেন। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপালনের প্রস্তুতির পাশাপাশি এই প্রশিক্ষণ সদস্যদের সামাজিক মূল্যবোধ ও নৈতিকতায় সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলবে।
তিনি আরও বলেন, মৌলিক প্রশিক্ষণ শেষে অ্যাডভান্স প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে সদস্যরা জাতীয় নিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি, স্বেচ্ছাসেবী চেতনায় গণপ্রতিরক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
আসন্ন দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মহাপরিচালক মহোদয় সদস্যদের সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে প্রস্তুত থাকার নির্দেশ দেন।