August 3, 2025

শিরোনাম

ঢাকায় ২৪৯তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে যুক্তরাষ্ট্র

Image

ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২৪৯তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বুধবার (২ জুলাই, ২০২৫) এক কূটনৈতিক সংবর্ধনার আয়োজন করেছে ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্রের এমব্যাসি।

মার্কিন চার্জ ডি’অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আগত অতিথিদের ধন্যবাদ জানান।

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সম্মানিত অতিথি হিসেবে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়াও রাজনৈতিক নেতা, কূটনৈতিক বাহিনীর সদস্য, ব্যবসায়ী নেতা, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং মানবাধিকার কর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়, যা দুই দেশের মধ্যে স্থায়ী বন্ধুত্বের প্রতীক।

সূত্রঃ বাসস।

Scroll to Top