রাজধানীর গুপিপাড়া ও রামপুরা এলাকায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ইফতার সামগ্রী এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এই মহতী উদ্যোগে এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এই উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি এর সদস্য এ জি এম শামসুল হক, রামপুরা থানা বিএনপি এর সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ফয়েজ আমহেদ ফরু এবং রামপুরা থানা বিএনপি এর আহ্বায়ক হেলাল কবির হেলু।