August 4, 2025

শিরোনাম
  • Home
  • আইন-আদালত
  • ডিএমপি কল্যাণ তহবিলের ৭৬তম ব্যবস্থাপনা পরিষদের সভা অনুষ্ঠিত

ডিএমপি কল্যাণ তহবিলের ৭৬তম ব্যবস্থাপনা পরিষদের সভা অনুষ্ঠিত

Image

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কল্যাণ তহবিলের ব্যবস্থাপনা পরিষদের ৭৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি।

সোমবার (৫ মে ২০২৫ খ্রি.) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় এই তহবিলের পুলিশ, নন পুলিশ সদস্যদের নিজ, স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে, পিতা, মাতার জন্য ব্যয়িত চিকিৎসা বাবদ খরচের জন্য চাহিত আর্থিক সাহায্যের মোট ১৭৫ টি আবেদনের অনুকূলে সভার সর্বসম্মতিক্রমে সর্বমোট এক কোটি দশ লক্ষ চল্লিশ হাজার টাকা অনুমোদন দেয়া হয়,যা ডিএমপি কল্যাণ তহবিল থেকে এখন পর্যন্ত প্রদেয় আর্থিক সুবিধা প্রদানের সর্বোচ্চ অনুমোদিত বরাদ্দকৃত সহযোগিতা।

সভায় ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী কল্যাণ তহবিল থেকে ফোর্স যেন আরো বেশি আর্থিক সাহায্য পেতে পারেন সে প্রক্রিয়াটি সহজতর করার জন্য উপস্থিত সকলকে নির্দেশনা প্রদান করেন।

গুরুত্বপূর্ণ এই সভায় ডিএমপি কল্যাণ তহবিলের কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পুলিশ সদস্যদের কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস, এন, মোঃ নজরুল ইসলাম, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ মাসুদ করিম; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলীসহ যুগ্ম পুলিশ কমিশনারগণ ও উপ-পুলিশ কমিশনারগণ উপস্থিত ছিলেন।সভা সঞ্চালনার দায়িত্বে ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(কল্যান ও স্পোর্টস) জনাব মাসুদ রানা ।

সূত্র: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পেজ থেকে।

Scroll to Top