অনলাইন ডেস্কঃ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাসকটের লোগো গত মাসের মাঝামাঝি সময়ে উন্মোচন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার বিশেষ এক আয়োজনে টুর্নামেন্টের মাসকট ‘ডানা-৩৬’ উন্মোচন করেছে বিসিবি। নতুন এই মাসকটের মাধ্যমে বিপিএলকে বৈশ্বিকভাবে আরও গ্রহণযোগ্য করার পাশাপাশি টুর্নামেন্টে নতুনত্ব আনার উদ্যোগ নিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

বিপিএল যে এবার একটু অন্য রকম হবে, তা আগেই জানিয়েছিল বিসিবি। জুলাই–আগস্টের ছাত্র–জনতার আন্দোলনকে মূল ভাবনায় রেখে টুর্নামেন্টটিকে আরও বেশি জনসম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছিল এবং সেই পরিকল্পনা এসেছিল খোদ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে থেকে। সেই পরিকল্পনার আলোকেই রোববার (১ ডিসেম্বর) সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব–২০২৫’–এর ঘোষণামঞ্চে উন্মোচন করা হয়েছে বিপিএলের মাসকট ‘ডানা ৩৬’।

বিপিএলের একাদশ আসর শুরু হতে যাচ্ছে আগামী ৩০ ডিসেম্বর। যেখানে মাসকট উন্মোচনের অনুষ্ঠানটি ছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অংশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আরও ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, এবং বিসিবির অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে পুরুষ ও নারী জাতীয় দলের ক্রিকেটারসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন।
অনুষ্ঠানে আরও ছিলেন বাংলাদেশ জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল শান্ত থেকে শুরু করে সাবেক অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম। তাদের সবাইকে দেখা গেছে খোশ গল্পে মেতে উঠতে। এ ছাড়া উপস্থিত ছিলেন নারী ক্রিকেট দলের সদস্যরাও।