December 23, 2024

শিরোনাম

পর্যটন খাতের ভ্যাট প্রত্যাহারের দাবি টোয়াব প্রেসিডেন্টের

Image

পর্যটন খাতের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ট্যুর অপারেটরদের সেবার ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ফেরানোর যে প্রস্তাব বাজেটে রাখা হয়েছে তা পুনর্বিবেচনার দাবি জানায়।

বৃহস্পতিবার ৬ মে, ২০২৪ তারিখ অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন। উল্লেখিত বাজেটে ট্যুর অপারেটর সেবার ওপর বর্তমানে যে ভ্যাট অব্যাহতি রয়েছে, তা প্রত্যাহারের প্রস্তাব রাখেন অর্থমন্ত্রী।

টোয়াব সভাপতি রাফেউজ্জামান বলেন, “আমরা যে ট্যুর অপারেট করে থাকি, পর্যটকের কাছ থেকে আমাদের মূসক নেওয়ার সুযোগ নেই। কারণ আমরা যে হোটেলে রাখি, সে হোটেলগুলো খাবার এবং আবাসনের ওপর সরকারকে মূসক প্রদান করে থাকে। তাই আমাদের উপর আলাদা করে মূসক আরোপ করা হলে পর্যটন খাত এবং ট্যুর অপারেটর খাত মুখ থুবড়ে পড়বে। যে কারণে আমরা এ খাতের মূসক প্রত্যাহারের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।”

টোয়াব জানিয়েছে, সংগঠনটির সভাপতি রাফেউজ্জামান শুক্রবার ৭ মে, ২০২৪ তারিখ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে দেখা করে ভ্যাট প্রত্যাহারে জন্য সরকারের কাছে দাবি তুলে ধরতে বলেন।

Scroll to Top