নিজস্ব প্রতিবেদকঃ
বুধবার (৭ জানুয়ারি, ২০২৬) ট্যুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়নের জানুয়ারি/২০২৬ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ট্যুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়নের সম্মানিত পুলিশ সুপার জনাব নিহাদ আদনান তাইয়ান।

ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এ সভায় ঢাকা রিজিয়নের আওতাধীন সকল জোনের ইনচার্জসহ সকল অফিসার ও ফোর্স অংশগ্রহণ করেন। সভায় ডিউটিরত সদস্যদের সার্বিক কল্যাণ, শৃঙ্খলা রক্ষা, পেশাগত দায়িত্ব পালনের মানোন্নয়ন এবং পর্যটকদের জন্য নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সরা নিজ নিজ কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং পর্যটক সেবাকে আরও কার্যকর ও গতিশীল করার বিষয়ে বিভিন্ন প্রস্তাব প্রদান করেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জনাব নিহাদ আদনান তাইয়ান সকল সদস্যকে দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি তিনি সকল জোনের অফিসার ও ফোর্সদের নিজ নিজ শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান থাকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
সভায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানসম্মত সেবা প্রদানে ট্যুরিস্ট পুলিশের চলমান কার্যক্রম আরও বেগবান ও কার্যকর করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও দিকনির্দেশনা প্রদান করা হয়।











