ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার কনফারেন্স রুমে ট্যুরিস্ট পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ট্যুরিস্ট পুলিশ প্রধান জনাব মোঃ মাইনুল হাসান, বিপিএম, পিপিএম, এনডিসি, অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব)।

সভায় ট্যুরিস্ট পুলিশের সার্বিক কল্যাণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি, দায়িত্ব পালনে শৃঙ্খলা ও আন্তরিকতা বজায় রাখা এবং পর্যটন নিরাপত্তা আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় ট্যুরিস্ট পুলিশ প্রধান সদস্যদের কল্যাণে গৃহীত উদ্যোগসমূহ বাস্তবায়নে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করেন।








উক্ত কল্যাণ সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ রুহুল আমিন, বিপিএম, ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা; জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসাইন, অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ ঢাকা-সিলেট-ময়মনসিংহ বিভাগ; জনাব বিধান ত্রিপুরা, পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম বিভাগ এবং জনাব ডা: মোঃ এমদাদুল হক, পিপিএম, অতিরিক্ত ডিআইজি, খুলনা-বরিশাল বিভাগ।
এছাড়াও ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সভায় ট্যুরিস্ট পুলিশের সকল রিজিয়নের পুলিশ সুপারগণ এবং জোন ইনচার্জগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।











