August 2, 2025

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • জুলাই শহীদদের স্মরণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাসব্যাপী ফটোগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনীর উদ্বোধন

জুলাই শহীদদের স্মরণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাসব্যাপী ফটোগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনীর উদ্বোধন

Image

বুধবার (১৬ই জুলাই ২০২৫) বিকাল ৩ টায় ফরেন সার্ভিস একাডেমীতে পররাষ্ট্র মন্ত্রনালয় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী এক ফটোগ্রাফি এবং গ্রাফিতি প্রদর্শনীর আয়োজন করে । পররাষ্ট্র উপদেষ্টা জনাব মো. তৌহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীটি উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা জুলাই শহীদদের বিশাল আত্মত্যাগের কথা স্মরণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পররাষ্ট্র সচিব জনাব আসাদ আলম সিয়াম, সচিব ড. নজরুল ইসলাম সহ মন্ত্রণালয়ের সকল পর্যায়ের কর্মকর্তাগণ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় পর্যায়ে জুলাই পূনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ পালনের সাথে সংগতি রেখে পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিভিন্ন আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে।

এর আগে জোহরের নামাজের পর মন্ত্রণালয়ের মসজিদে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে জুলাই শহীদদের মাগফেরাত কামনা করে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Scroll to Top