August 6, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের সময় ঘোষণা কে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের সময় ঘোষণা কে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

Image

মঙ্গলবার (৫ আগস্ট, ২০২৫) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।

এ সময় সাংবাদিকদের সালাহউদ্দিন আহমেদ বলেন, আজকে প্রধান উপদেষ্টা দুটি গুরুত্বপূর্ণ বিষয় ঘোষণা দিয়েছেন। একটি হলো- জুলাই ঘোষণাপত্র, আরেকটি জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে নির্বাচনের ঘোষণা। আমরা দুটো বিষয়কে স্বাগত জানাই। জুলাই ঘোষণাপত্রে রাষ্ট্রীয়ভাবে এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি দেয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যথাযোগ্য জায়গায় সেটা সংবিধানে স্থাপন করা হবে। সেই প্রতিশ্রুতি আমরা আগেও দিয়েছিলাম। জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের জাতীয় বীরের যে মর্যাদা দেয়া হয়েছে সেটা ছিল আমাদের প্রাণের দাবি।

তিনি বলেন, আগামীদিনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধান উপদেষ্টা যে পরামর্শ দিয়েছেন তা অবশ্যই প্রণিদানযোগ্য। প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন- আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির রমজান শুরুর আগে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনে চিঠি পাঠাবেন। অবশ্যই নির্বাচন কমিশন যথাসময়ে তফসিল ঘোষণা করবে।

প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন তার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। সারা জাতি অপেক্ষা করছিল।

তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠান নিয়ে যে দোদুল্যমান অবস্থার সৃষ্টি হয়েছিল বলে অনেকে মনে করছিলেন তা কেটে যাবে। সারা জাতি নির্বাচনমুখী পরিবেশের মধ্য দিয়ে যাবে।

নির্বাচনের আবহ তৈরি হবে। আমরা আশা করছি আগামীদিনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্বের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে।

সূত্রঃ বাসস।

Scroll to Top