August 2, 2025

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে পোস্টার ও পোস্টকার্ড প্রকাশ

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে পোস্টার ও পোস্টকার্ড প্রকাশ

Image

জুলাই মাসের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান স্মরণে ব্যতিক্রমী এক কর্মসূচি গ্রহণ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ উপলক্ষে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১০টি থিমভিত্তিক পোস্টার এবং বিশেষ এক সেট পোস্টকার্ড প্রকাশ করা হয়েছে, যা ‘নোটস অন জুলাই’ শিরোনামে জনসাধারণের কাছে তুলে ধরা হবে।

রবিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব পোস্টার ও পোস্টকার্ডের মোড়ক উন্মোচন করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম।

তিনি বলেন, “নোটস অন জুলাই” পোস্টকার্ডের মাধ্যমে জনগণের মতামত ও স্মৃতিচারণ সংগ্রহ করার সুযোগ তৈরি হয়েছে। সাধারণ মানুষ তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা ও ভাবনার কথা লিখে এই পোস্টকার্ডে জমা দিতে পারবেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এসব মূল্যবান মতামত সংরক্ষণ করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের প্রধানগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Scroll to Top