August 2, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগে দোয়া মাহফিল ও মৌন মিছিল করেছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগে দোয়া মাহফিল ও মৌন মিছিল করেছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি

Image

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান, জাতীয় শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ঘোষিত জাতীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি ছয় দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৮ জুলাই ২০২৫) দ্বিতীয় দিনের কর্মসূচি হিসেবে বিকেল ৩টায় নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে শহীদদের আত্মত্যাগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক জনাব গোলাম আকবর খোন্দকার। দোয়া শেষে নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন এবং নাসিমন ভবন চত্বর থেকে একটি মৌন মিছিল বের হয়। জনাব খোন্দকারের নেতৃত্বে মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এই কর্মসূচিতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Scroll to Top