September 10, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • জামায়াতের আমীরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

জামায়াতের আমীরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

Image

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার মিসেস সারাহ কুক আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর বসুন্ধরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার আমীরে জামায়াতের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং তাঁর দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেন। তাঁর সঙ্গে হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি মিস কেট ওয়ার্ড উপস্থিত ছিলেন। সাক্ষাৎটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে উভয়পক্ষ বাংলাদেশে বিরাজমান সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র প্রতিষ্ঠা, আসন্ন নির্বাচন, মানবাধিকার, সংখ্যালঘুদের অবস্থা এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেন। পাশাপাশি, গ্রেট ব্রিটেন ও বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উন্নত ও সুদৃঢ় করার ব্যাপারেও মতবিনিময় হয়।

এ সময় জামায়াতের নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

Scroll to Top