December 1, 2025

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ ২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, তিন আসনে লড়বেন খালেদা জিয়া

জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ ২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, তিন আসনে লড়বেন খালেদা জিয়া

Image

আজ সোমবার (৩ নভেম্বর, ২০২৫) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম পর্যায়ে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। প্রার্থীদের নাম পড়ে শোনান মির্জা ফখরুল।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে নির্বাচন করবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটে দাঁড়াবেন বগুড়া-৬ আসন থেকে; আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী হবেন ঠাকুরগাঁও-৩ আসন থেকে।

এর আগে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দুপুর ১২টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। টানা সাড়ে তিন ঘণ্টা বৈঠকের পর সংবাদ সম্মেলনে আসেন বিএনপির মহাসচিব।

Scroll to Top