December 1, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন এম মঞ্জুরুল করিম রনি

জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন এম মঞ্জুরুল করিম রনি

Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে এম মঞ্জুরুল করিম রনিকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তিনি বর্তমানে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় এম মঞ্জুরুল করিম রনি মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

তিনি আরও বলেন, “আলহামদুলিল্লাহ্‌, মহান আল্লাহ্‌র দরবারে লাখ লাখ শোকরিয়া জানাই। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আমার উপর আস্থা রেখে গাজীপুর-২ আসনে আমাকে মনোনীত করেছে। আমার বাবা আপনাদের প্রিয় নেতা অধ্যাপক এম এ মান্নান আজ আমাদের পাশে নেই, কিন্তু তার আদর্শ, শিক্ষা, পথ নিদর্শন আজও আমার অনুপ্রেরনা।”

” এ মনোনয়ন শুধু আমার একার নয় এটি গাজীপুরের প্রতিটি মানুষের অর্জন এবং যে সকল সহকর্মী যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। আমি আজ গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গ-সংগঠন এর সকল নেতাকর্মীকে সম্মিলিতভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানাচ্ছি। তারেক রহমানের নেতৃত্বে ঐক্যই হোক আমাদের শক্তি, আমাদের পরিচয়।”

“প্রিয় গাজীপুরবাসী, আপনাদের দোয়া ও আস্থাই আমার প্রেরণার উৎস। আপনাদের বিশ্বাসের প্রতিদান দিতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবো, ইনশাআল্লাহ্।”

গাজীপুর-২ আসনে বিএনপির প্রার্থী ঘোষণার পর এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে জানা গেছে।

Scroll to Top