প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন পে কমিশন গঠন করেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) আনুষ্ঠানিকভাবে এই কমিশনের ঘোষণা দেওয়া হয়।
পে কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। কমিশনকে আগামী ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।