November 30, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন ফরম বিতরণ শুরু

জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন ফরম বিতরণ শুরু

Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে। বৃহস্পতিবার (০৬ নভেম্বর, ২০২৫) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত “মিট দ্যা প্রেস: দেশ বদলাবে নতুন নেতৃত্ব” শীর্ষক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

দলটির ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি জানান, তিনটি মাধ্যমের মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে— সরাসরি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে, অনলাইনে সংগ্রহ ও জমা দেওয়ার মাধ্যমে এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল) ও বিভাগীয় সম্পাদকদের মাধ্যমে।

তিনি আরও বলেন, মনোনয়ন ফরমের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা, তবে ইচ্ছা অনুযায়ী বেশি দেওয়া যাবে; আর জুলাই যোদ্ধাদের জন্য ফরমের মূল্য মাত্র দুই হাজার টাকা। নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, সবচেয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে এবং আগামী ১৫ নভেম্বর এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

Scroll to Top