January 30, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • জনগণের স্বার্থে নিরপেক্ষ নির্বাচনই আমাদের লক্ষ্য: ডা. তাহের

জনগণের স্বার্থে নিরপেক্ষ নির্বাচনই আমাদের লক্ষ্য: ডা. তাহের

Image

শুক্রবার (১৪ নভেম্বর, ২০২৫) সকাল ১০:৩০ মিনিটে রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে আন্দোলনরত ৮ দলের যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গত ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণের আলোকে ৮ দলের অবস্থান তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে ৮ দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের।

ডা. তাহের বলেন, স্বাধীনতার ৫৪ বছরে বারবার সরকার ও শাসক পরিবর্তন হলেও জনগণ শোষণ থেকে মুক্তি পায়নি। নেতৃত্বের ব্যর্থতাকেই তিনি দেশের সবচেয়ে বড় দুঃখজনক বাস্তবতা হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, জুলাই বিপ্লবের পর জনগণ একটি স্থিতিশীল শাসনব্যবস্থা, সুশাসন, মানবাধিকার রক্ষা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ ও জনগণের সরাসরি অংশগ্রহণে একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচনের স্বপ্ন দেখেছিল।

তিনি উল্লেখ করেন, তিনটি মৌলিক প্রতিশ্রুতি—সংস্কার বাস্তবায়ন, গণহত্যার দায়ীদের বিচার এবং অবাধ-সুষ্ঠু নির্বাচন—নিয়েই অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হয়। কিন্তু সংস্কার কমিশনের ৩১ দলের ঐকমত্যের ভিত্তিতে দেওয়া সুপারিশ গ্রহণ না করে একটি বিশেষ দলের স্বার্থে পরিবর্তন আনার মাধ্যমে জনগণের প্রত্যাশা ব্যাহত হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

ডা. তাহের জানান, সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী একক হ্যাঁ-না ভোট গ্রহণই ছিল জাতির জন্য সবচেয়ে স্পষ্ট পথ। কিন্তু সরকার চার ভাগে ভাগ করে গণভোট আয়োজনের যে সিদ্ধান্ত দিয়েছে, তা ভোটারদের বিভ্রান্ত করবে এবং সিদ্ধান্ত গ্রহণকে জটিল করে তুলবে। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজনের সিদ্ধান্তকে তিনি ‘সংস্কারকে গুরুত্বহীন করার একটি ফাঁদ’ বলে মন্তব্য করেন।

তিনি দাবি করেন, সরকারের কয়েকজন উপদেষ্টা ভুল তথ্য দিয়ে প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করছেন এবং একটি বিশেষ দলের স্বার্থ রক্ষায় কাজ করছেন। নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণা ও প্রশাসনিক পরিবর্তনেও তিনি নির্দিষ্ট একটি দলের প্রভাব দেখতে পান, যা সরকারকে আর নিরপেক্ষ রাখেনি বলে উল্লেখ করেন তিনি।

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ৮ দলের তিন দাবি তুলে ধরেন ডা. তাহের—গণভোট ও নির্বাচন আলাদা দিনে আয়োজন, সরকারকে বিভ্রান্তকারী তিন উপদেষ্টার অপসারণ এবং প্রশাসনে সৎ ও নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগ।

তিনি জানান, শুক্রবার ঘোষিত ঢাকার বিক্ষোভ কর্মসূচি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিস্থাপিত হলেও ঢাকার বাইরে বিক্ষোভ যথারীতি চলছে এবং বিকাল পর্যন্ত অব্যাহত থাকবে।

Scroll to Top