January 30, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • চীনের আর্থিক সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মাণ হচ্ছে বাংলাদেশ-চীন মৈত্রী ছাত্রী হল

চীনের আর্থিক সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মাণ হচ্ছে বাংলাদেশ-চীন মৈত্রী ছাত্রী হল

Image

চীনের আর্থিক সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য নতুন বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্প শিগগিরই শুরু হচ্ছে। প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২শ’ ৪৪ কোটি টাকা।

সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) জগন্নাথ হল এলাকা পরিদর্শন করেছেন চীনের বিশেষজ্ঞ দল।পরিদর্শনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং চীনা Feasibility Study-টিমের বিশেষজ্ঞ সদস্যগণ উপস্থিত ছিলেন।

এর আগে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে বিশেষজ্ঞ দল উপাচার্যের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান চীনের সরকারের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, “বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আমরা গত ১৩-১৪ মাস ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি আগামী ১-২ মাসের মধ্যে নির্মাণ কাজ শুরু হবে। ভবিষ্যতে আরও কিছু হল নির্মাণ করা হবে, যা শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

নির্মিত হলে এই হল ১ হাজার ৫শ’ ছাত্রীর আবাসনের সুবিধা প্রদান করবে।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “গত বছর উপাচার্য আমাকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক সংকট সম্পর্কে অবহিত করেছিলেন। তখন থেকেই আমরা কাজ শুরু করেছি। বাংলাদেশের শিক্ষার্থীদের আবাসন, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

Scroll to Top