বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৪ মে) বিকাল ৪টা ১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয় রোববার রাত সাড়ে ৮টায়, রাজধানীর ধানমন্ডিস্থ তাক্বওয়া মসজিদে। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাযায় ইমামতি করেন ব্যারিস্টার আবদুর রাজ্জাকের ছোট ছেলে ব্যারিস্টার ইমরান সিদ্দিকী।

দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয় সোমবার (৫ মে) সকাল ১১টায় সুপ্রিম কোর্ট বার চত্বরে। এতে আইনজীবী সমাজসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

তাঁর তৃতীয় ও শেষ নামাজে জানাযা অনুষ্ঠিত হয় সোমবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। জানাযায় অংশ নেন অসংখ্য ধর্মপ্রাণ মানুষ।

সবশেষে, তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
ব্যারিস্টার আবদুর রাজ্জাকের মৃত্যুতে দেশের আইন অঙ্গনে ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।